ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ই- বার্তা ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুখি পরিবহনের বাস চালক নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ নামক এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত বাসচালকের নাম মো. নুরু মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার ভোরে শ্যামলী পরিবহন ও সুখি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুখি পরিবহনের চালক গুরুতর আহত হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুই পরিবহনের যাত্রীদের কোনো প্রকার ক্ষতি হয়নি। এ ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালিয়ে যায়।
শ্যামলী পরিবহনে থাকা যাত্রী বিজন কুমার জানান, শ্যামলী পরিবহনের যাত্রীরা সদ্য সমাপ্ত ঢাকা গাজীপুরে ১০ম বাংলাদেশ ও তৃতীয় সানসৌ স্কাউট জাম্বুরি থেকে ফিরছিল। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জ্যাম থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে হয়ে রাঙামাটি ফিরছিল তারা। তবে সব শিক্ষার্থী অক্ষত আছে বলে জানান তারা।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম