দল পুনর্গঠনের কাজ চলছেঃ ফখরুল
ই- বার্তা ডেস্ক।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, আমরা এখন যে কাজটি করছি তা হচ্ছে দল পুনর্গঠন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলকে পুনর্গঠনের কাজ চলছে।
গতকাল শনিবার বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়াতে তার কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।
ফখরুল বলেন, দল পুনর্গঠনের মধ্য দিয়ে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়াসহসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।
যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের দুই ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলু প্রমুখ এ সময় সেখানে ছিলেন।
খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী বাদ জোহর তার গ্রামের বাড়ি পাঁচুরিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যোগ দেন ফখরুল। কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম