ডাকসুতে নতুন নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ই-বার্তা।। অনিয়মের অভিযোগ এনে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গত ১১ মার্চ হওয়া এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে তুলে ধরে ছাত্রদলের নেতারা নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবি জানান।
আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণাও দিয়েছে ছাত্রদল।
তবে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নির্বাচনকে স্বচ্ছ হিসেবে তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস পরীক্ষা বর্জনসহ অন্যন্য কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।