আগামী সপ্তাহে ঐক্যফ্রন্টের গণশুনানির রিপোর্ট
ই- বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব জানিয়েছেন যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অনিয়মের’ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি করেছিল আগামী সপ্তাহের মধ্যে তা বই আকারে প্রকাশ করা হবে।
আজ শুক্রবার বিকেল রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে আ স ম আবদুর রব বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে গণশুনানির প্রতিবেদন বই আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে।’
মার্চ এবং এপ্রিলজুড়ে জাতীয় ঐক্যফ্রন্টের ধারাবাহিক কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে এক দলীয় শাসন নয়; এক ব্যক্তির ফ্যাসিস্ট শাসন চলছে।’
এ সময় সরকার ভোট ডাকাতির কথা স্বীকার করছে বলেও মন্তব্য করেন রব। এর আগে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম