মেসির প্রত্যাবর্তন এর ম্যাচে আর্জেন্টিনা কে উড়িয়ে দিল ভেনেজুয়েলা
ই-বার্তা ডেস্ক।। প্রত্যাবর্তন টা স্মরনীয় করে রাখতে পারলেন না মেসি। আট মাস পর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি। তাতে কি? ভেনেজুয়েলার বিপক্ষে হেরে গেল ৩-১ গোলে মেসিদের উড়িয়ে দিল ভেনেজুয়েলা।
স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ছয় মিনিটে সালোমন রনডনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। গোল শোধরাতে মরিয়া হয়ে ওঠেন আর্জেন্টিনা। মেসির কাঁধে ভর করে দারুণ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পান নি পায়নি। উল্টো, প্রথমার্ধের শেষ মিনিটে জন মুরিল্লোর গোলে ব্যবধান বাড়ায় ভেনেজুয়েলা।
২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফেরে। মাঠের খেলায় শুরু থেকে আধিপত্য দেখানো আর্জেন্টাইনরা ৫৯ মিনিটে মার্টিনেজের গোলে ব্যবধান কমায়। নতুন দল নিয়ে শত চেষ্টার পরও গোলের দেখা পাননি মেসি। অগত্যা ৭৫ মিনিটে পেনাল্টি গোলে ম্যাচ ফসকে যায়। শেষ পর্যন্ত কেউ আর গোলের দেখা না পাওয়ায় আর্জেন্টিনাকে ৩-১ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ