নারী দিবসে মেয়েদের জন্য বিশেষ মেসেজ দিলেন বিরাট!
ই-বার্তা।। আজ আন্তর্জাতিক নারী দিবস।এই দিনে মেয়েদের জন্য বিশেষ মেসেজ দিলেন বিরাট কোহলি। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করলেন তাঁর জীবনের অসাধারণ এক মহিলাকে।
তিনি কে জানেন?উত্তরটা খুব সহজ। বিরাটের জীবনের অনন্য সেই মহিলা হলেন আনুশকা শর্মা। বিরাটের ভাষায় যিনি ‘বেটার দ্যান ইকুয়াল।’
বিরাট একটি ভিডিও বার্তায় বলেন, নারী এবং পুরুষ সমান নন। সেটা হলে আমার ভালই লাগত। যৌন নির্যাতন, গার্হস্থ্য হিংসা, হুমকি… তালিকাটা লম্বা। এ সব কিছু সামলেও জীবনের সব পথেই মেয়েরা উজ্জ্বল। এখনও ভাবছেন মেয়েরা সমান? না, তাঁরা সমানের থেকেও বেশি কিছু। বিশ্বের সব মেয়েদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রত্যেকদিনই নারী দিবস…।’
বিরাট টুইট করেন, ‘আপনার জীবনের সবচেয়ে অনন্য মহিলাকে ট্যাগ করুন।’ আর বিরাটের জীবনের সেই মহিলা যে আনুশকা , তা আর বলার অপেক্ষা রাখে না।