ডাকসুর আজীবন সম্মানিত সদস্য হলেন শেখ হাসিনা
ই-বার্তা ডেস্ক ।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সম্মানিত সদস্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ (শনিবার) দুপুরে ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় প্রধানমন্ত্রীকে এ পদ দেওয়া হয়।
জানা যায় শনিবার সকালে ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ডাকসু ভবনে শুরু হয়। সভায় অংশ নেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানি ও এজিএস সাদ্দাম হোসেনসহ অন্য সদস্যরা।
এদিকে দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনের মাধ্যমে সচল হলো দেশের দ্বিতীয় সংসদ হিসাবে খ্যাত ডাকসু।
ই-বার্তা / শাহাদাত ছৈয়াল