আগামী অর্থবছরে যোগ্যতার ভিত্তিতে এমপিওকরণ শুরু হবেঃ শিক্ষামন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন যে, ২০১৯-২০ অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হবে।
আজ রোববার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কাছে গিয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় দীপু মনি বলেন, ‘আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন, ঘরে ফিরে যান। আগামী অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে এমপিওকরণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু এমপিওভুক্ত করলেই হবে না। এর সঙ্গে সম্পৃক্ত আর্থিক সঙ্গতির বিষয়। সেটাও আমাদের ভাবতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এমপিওভুক্তির বিষয়ে আন্তরিক’ বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সন্তান। আমার মা ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন। আপনাদের দুঃখ-কষ্ট আমি বুঝি। সুতরাং আমার ওপর আস্থা রাখুন।’
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার এ বিষয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা পুরোপুরি আশ্বস্ত নই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই।’
‘সন্ধ্যায় আমরা আমাদের সিদ্ধান্ত জানাব’ বলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি।
আজ বিকেল সাড়ে ৩টায় শিক্ষকদের আন্দোলনস্থলে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম