হঠাৎ বিমানের মধ্যে বোমার সন্ধান
ই-বার্তা ডেস্ক ।। আকাশে উড়ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘এসকিউ-৪২৩’। এমন সময় বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলে ফোন করে জানানো হল, বোমা রাখা আছে আকাশে থাকা সেই বিমানে। বিমানকর্মীরা প্রথমে কিছুই জানতে দেননি যাত্রীদের। যদিও পরবর্তীতে জানাজানি হলে বিমানে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীতে ২৩৬ যাত্রী নিয়ে নিরাপদেই নামে বিমানটি।
সোমবার (২৫ মার্চ) সকালে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি তখন মাঝ পথে। গন্তব্য সিঙ্গাপুর। মুম্বাই বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে পাইলট ও ক্রুরা গ্রাউন্ড কন্ট্রোলের পাঠানো সেই বিপদ সংকেত পেয়েই সতর্ক হয়ে উঠেন। শুরু হয় খোঁজাখুঁজি।
উদ্বিগ্ন হয়ে পড়বেন ভেবে যাত্রীদের প্রথমে কিছুই জানাননি বিমানকর্মীরা। পরে বিমানের কর্মীদের অস্বাভাবিক ব্যস্ততা দেখে বিপদ আঁচ করতে পারেন যাত্রীরা। চেঁচামেচি শুরু হয়ে যায়।
শেষ পর্যন্ত মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় নিরাপদেই সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির তদন্ত হচ্ছে। কে বা কারা ওই ভুয়া ফোন করেছিলেন, তা খুঁজে দেখা হচ্ছে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া