রাজের সাথে এনগেজমেন্টের পর শাকিব ও শুভশ্রীর ‘চালবাজি’
ই-বার্তা।। সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা ছবি চালবাজের টাইটেল ট্র্যাক৷ গানের লোকেশন ফরেনে৷ ক্যাফেটেরিয়ার সামনে ডান্সিং স্কিলস্ দেখাচ্ছেন হার্টথ্রব শাকিব খান৷ কুল আউটফিট, স্মার্ট অ্যাটিটিউডে হিরো শাকিব কিন্তু রেসকিউয়ার হিসেবেও দেখা গেছে।
চালবাজ ছবির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি৷ ট্রেলারও রিলিজ করেছে বেশ কিছুদিন আগে৷ ছবিটির ট্রেলারেই বোঝা যাচ্ছে বেশ দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প৷ শাকিব-শুভশ্রীর কিউট কেমিস্ট্রি কিন্তু ইতিমধ্যেই বেশ সারা ফেলে দিয়েছে ৷ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়৷
টাইটেল ট্র্যাকটি গেয়েছেন শাদাব হাশমি৷ ছবিতে শাকিবের চরিত্র টাকার বিনিময় সবরকম কাজ করতে পারেন কিন্তু নিজের আত্মসম্মানের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করতে নারাজ তিনি৷ ছবিতে অন্যান্য ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি৷