আশ্রয় নেওয়া লোকজনকে নামিয়ে আনা শুরু করেছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার
ই-বার্তা ডেস্ক ।। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। এদিকে ওই ভবনের ছাদে আশ্রয় নেওয়া লোকজনকে নামিয়ে আনা শুরু করেছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার পর আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন তিন বাহিনীর সদস্যরা। এরইমধ্যে আকাশ থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। এছাড়া হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত উপাদান ভবনটির ওপর ফেলতে দেখা যায়।
পৌনে চারটার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভবনের ঠিক উপরে অবস্থান করতে দেখা যায়। এবং কিছুক্ষণ পর কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারে নামিয়ে আনা হয়।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া