যাত্রাবাড়ী থেকে  ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার ৪

 

ই-বার্তা ডেস্ক।।  যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালানসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

 

গ্রেফতারকৃতদের নাম, মোঃ নাসির হাওলাদার (৩৫), মোঃ বশির হাওলাদার (৩০), জসিম  হাওলাদার (৩০) ও মোঃ রুবেল হাওলাদার (২৫)। গ্রেফতারকৃত প্রত্যেকের বাড়ি পটুয়াখালী জেলায়।

 

১১ মার্চ’১৮ বিকাল সোয়া চারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ইয়াবার চালান নিয়ে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা ট্যাবলেট পরিবহণে ব্যবহৃত কাভার্ডভ্যাটি জব্দ করেছে পুলিশ।

 

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

 

 

সুত্র/ডি এম পি