শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল মুম্বাই
ই-বার্তা ডেস্ক।। বেপরোয়া শট খেলতে অভ্যস্ত এবি ডি ভিলিয়ার্স ক্রিজে থাকা স্বত্ত্বেও ২৪ বলে ৪১ রান করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বোমরাহ’র দারুন বোলিংয়ে টার্গেট টপকাতে পারেনি কোহলির দল।
শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানে হেরেছে ভিলিয়ার্স-কোহলিদের দল ব্যাঙ্গালুরু। শেষ ওভারে জয়ের দরকার ছিল ১৭ রান। লাথিস মালিঙ্গার করা প্রথম বলে ছক্কা মেরে জয়ের আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত ১০ রান নিতে সক্ষম হয় ব্যাঙ্গালুরু। এবিডি ভিলিয়ার্স করেন ৪১ বলে অপরাজিত ৭০ রান। বিরাট কোহলি করেন ৪৬ রান। মুম্বাইয়ের পক্ষে বোমরাহ চার ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি।
আইপিএলের সপ্তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিতের ৪৮ রান এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৪ বলে ৩২ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ হয় ব্যাঙ্গালুরু।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু