খুলনায় স্কুলে দুর্বৃত্তের পেট্রলবোমা হামলা
ই-বার্তা ডেস্ক।। খুলনা মহানগরীর মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করলে একটি ফেটে বিদ্যালয়ের টিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানো হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্কুলে পৌঁছায়। মূলত বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। আগামীকাল রোববার বিদ্যালয়টিতে বটিয়াঘাটা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল যুবক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোতল ফেটে গিয়ে টিনের ছাদে আগুন ধরে যায়। পেট্রল থাকা পর্যন্ত আগুন জ্বলেছে। এরই মধ্যে এলাকাবাসী বালি ও পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পায়নি। অবিস্ফোরিত দুটি বোমা পুলিশ নিয়ে গেছে।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ