মেসির নৈপুণ্যে বার্সেলোনার জয়
ই-বার্তা ডেস্ক।। আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর স্প্যানিশ ফুটবল লিগে শনিবার রাতে এস্পানিওলের মুখোমুখি হয় বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরে মাঠ ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোলে এস্পানিওলকে হারিয়েছে কাতালান ক্লাবটি।
খেলার নবম মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সালোনা। মেসির নেওয়া শট এস্পানিওলের ডিফেন্ডারের গায়ে লেগে অল্পের জন্য গোলবারে পাশ দিয়ে চলে যায়। আবারও খেলার ২১ মিনিটে একটি গোলের সুযোগ আসে মেসি বাহীনি। পেনাল্টি বক্সের বাইরে থেকে বার্সার মিডফিল্ডার ইভান র্যাকিটিচের নেয়া জোড়ালো শট গোলপোস্টের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। প্রধমার্ধের ৪২ মিনিটে ডি-বক্সের ভেতরে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।
দ্বিতীয়ার্ধে বার্সা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৭১ মিনিটে। পেনাল্টি বক্স লাইনের সামান্য আগে মেসিকে ফাউল করেন এস্পানিওলের ডিফেন্ডার। ফ্রি-কিক থেকে আলতো চিপ শট দিয়ে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন মেসি।
পরে আরও বেশ কয়েকটি সুযোগ পায় বার্সেলোা। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারলেও ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে আবারো সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। কাউন্টার অ্যাটাক থেকে ম্যালকমের দারুন পাসে গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মেসি।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ভালভার্দের শিষ্যরা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু