মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বিচারের কাঠগড়ায়
ই-বার্তা ডেস্ক।। শত শত কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বুধবার এ বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর এই আর্থিক দুর্নীতির কারণে গত বছর তার দীর্ঘদিনের ক্ষমতাসিন জোট সরকারের পতন ঘটে। খবর এএফপি’র।
বুধবারের বিচারে নাজিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের সাতটি অভিযোগ তোলা হচ্ছে।
দক্ষিণপূর্ব এশীয় এ দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ১এমডিবি’র তহবিল থেকে কয়েকশ’ কোটি ডলার আত্মসাতে ৬৫ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগে এই প্রথম বিচারের মুখোমুখী হচ্ছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের নির্বাচনে তার আরেক মেয়াদে সহজ জয়ের আভাস পাওয়া গেলেও তিনি তার সাবেক নেতা মাহাথির মোহাম্মাদের কাছে আকস্মিকভাবে পরাজিত হন।
ই-বার্তা/ মাহারুশ হাসান