কার্ডিফকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি
ই-বার্তা ডেস্ক।। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলে নিয়ে মৌসুম শুরু করবে কোন দল এখনও ঠিক বুঝে উঠতে পারছে না ভক্ত সমর্থকরা। প্রতিবারের চেয়ে এবার একটু বেশি জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াই। একবার লিভারপুল শীর্ষে তো আরেকবার ম্যানচেস্টার সিটি।
সর্বশেষ টটেনহামের বিরুদ্ধে জয়ে সিটিকে হটিয়ে শীর্ষে উঠেছিল লিভারপুল। এবার কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে স্থান পুনরায় উদ্ধার করলো পেপ গার্দিওলার শিষ্যরা।
গতকাল রাতে নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কার্ডিফের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেইএগিয়ে যায় সিটি। গোল করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনি। ২৭তম মিনিটে আবারও সুযোগ পান ডি ব্রুইনি কিন্তু তার শট পোস্ট ছাড়িয়ে বাইরে চলে যায়। ৩৫তম মিনিটে সুযোগ পেয়েছিলেন সানেও। কার্ডিফ গোলরক্ষকের বুদ্ধি দীপ্ততায় রক্ষা পায় দল। এরপর ম্যাচের স্কোর লাইন দ্বিগুণ করেন সানে।
এরপর সিটির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে কার্ডিফের ডিফেন্স। আক্রমণ হলেও আর গোল কোন করতে পারেনি সিটিজেনরা। এদিকে দুই গোল হজম করলেও ৯ টি দারুন সেভে প্রসংশা কুড়িয়েছে কার্ডিফ গোলরক্ষক।
৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান দখলে নিল ম্যানসিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। আর ১৮তম স্থানে নেমে যাওয়া কার্ডিফকে এখন হাতছানি দিচ্ছে রেলিগেশন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু