টেকনাফে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত
ই- বার্তা ডেস্ক।। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মো. হাসিম ওরফে হাসিম ডাকাত (৪২)। হাসিম নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৬৮২ নাম্বার শেডের ২ নং রুমের ৪১৪১০/বি’র বাসিন্দা পীর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোহিঙ্গা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অস্ত্রধারীরা ক্যাম্পের এইচ ব্লকে এসে হাসিম ডাকাতকে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা ছুটে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন
তিনি বলেন, ক্যাম্পের এইচ ব্লকে স্বশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম