আইসিসির শাস্তি পেলেন সাকিব-নুরুল
ই-বার্তা।। শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে অবিস্মরণীয় জয়ের ম্যাচে ভিন্ন দুটি ঘটনায় আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও রিজার্ভ খেলোয়াড় নুরুল হাসান।
ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের দুজনকে। একই সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে।
২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ডিমেরিট পয়েন্ট চালু হয়েছিল। আর প্রথমবার সাকিব-নুরুল পেলেন এটি।
আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই শাস্তি আরোপ করেছেন। এক ঘোষণায় তিনি বলেছেন, ‘শুক্রবারের ঘটনা ছিল হতাশাজনক।
ক্রিকেটের কোনও পর্যায়ে খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ কাঙ্ক্ষিত নয়। আমি জানি এখানে উত্তেজনা কাজ করছিল। কিন্তু দুই খেলোয়াড়ের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।
যদি চতুর্থ আম্পায়ার সাকিবকে না থামাতো এবং মাঠের আম্পায়ার যদি থিসারা পেরেরা ও নুরুল হাসানকে না আটকাতো, তাহলে আরও খারাপ কিছু হতে পারতো।’
শনিবার সকালে নিজেদের দোষ স্বীকার করেছেন সাকিব ও নুরুল এবং শাস্তিও মেনে নিয়েছেন। তাই শুনানির দরকার নেই।’
বাংলাদেশের ইনিংসের ১৯.২ ওভারের সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলোয়াড়দের মাঠ ছাড়ার ডাক দেন সাকিব।
এর কিছুক্ষণ আগে রিজার্ভ খেলোয়াড় নুরুল পানি নিয়ে মাঠে ঢোকার পর কুশল মেন্ডিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ম্যাচ শেষেও ছিল সেই উত্তাপ। তারই এক পর্যায়ে প্রতিপক্ষ অধিনায়ক থিসারা পেরেরার দিকে আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।