শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ড্রেসিং রুমের কাঁচ ভাঙচুর!
ই-বার্তা ।। নিদহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে মাহমুদুল্লাহর দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই জয়ের ম্যাচ ধাক্কা-ধাক্কি , চিৎকার-চেচামেচি কি ছিল না বাকি!এমনকি ম্যাচ পর্যন্ত বয়কটের হুমকির কবলেও পড়ে গেছিল।
তবে সব আলোচনাকে ছাপিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে একটাই ঘটনা। তা হল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলকে দেওয়া ড্রেসিং রুমের কাঁচ ভাঙার ঘটনা।
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডকে জানান। তবে কে বা কারা এই কাজ করেছে এই বিষয়ে তেমন কিছুই জানা যায়নি।
ম্যাচ রেফারি ব্রড ভিডিওটি দেখেছেন এবং কয়েকজনকে জিজ্ঞাসা করেছেন । তবে এই ব্যাপারে সঠিক কিছুই এখনও জানা যায়নি। তিনি ভিডিওটি দেখেই নিশ্চিত হতে চান কে বা কারা করেছে এই ঘটনাটি।
আজ (শনিবার) দুপুর ১২ টার মধ্যে এই বিষয়ে ম্যাচ রেফারিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ।
ই-বার্তা/এসএস