বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন যে, বেপরোয়া গাড়ি চালানোর কারণে যদি কারও মৃত্যু হয় আর সেটা প্রমাণিত হয় তাহলে প্যানাল কোড ৩০২ ধারায় চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত। কারণ এই মৃত্যু দুর্ঘটনা নয়; হত্যা হিসেবে বিবেচনা করা হবে।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক: আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
বৈঠকে আইনমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা আর হত্যা কিন্তু এক নয়। সেটাই বুঝতে হবে। প্রত্যেক আইনের মধ্যে এটা লেখা প্রয়োজন পড়ে না যে, হত্যার জন্য মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে।’
মন্ত্রী এ সময় দুর্ঘটনা সংক্রান্ত আইনের বিষয়ে জানান, গত বছর ‘সড়ক ও পরিবহন আইন-২০১৮’ আইন জাতীয় সংসদে পাস হয়েছে। আইন প্রণয়ন করা হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে এ আইন কার্যকর করা হবে।
গোলটেবিল বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম