নতুন চমক নিয়ে মোশারফ করিম!
‘মোশাররফ করিম’ নামই যার বিশেষণ। নিজেই যেন নিজের প্রতিদ্বন্দ্বী।প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। হচ্ছেন প্রশংসিতও।
ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গাতেই যেন তার দাপট সমান। তবে এবার নতুন আরো এক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা।
এবার ভিন্নধর্মী অনুষ্ঠান ‘জাগো বাংলাদেশ’-এর উপস্থাপক হিসেবে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। অবশ্য এ অনুষ্ঠানের ধরন দর্শকের অচেনা নয়। যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘জাগো বাংলাদেশ’। এর মাধ্যমে নিয়মিত টিভি শো-এ সঞ্চালনায় নাম লেখালেন মোশাররফ করিম।ইতোমধ্যে ‘জাগো বাংলাদেশ’-এর ১৩টি পর্ব ধারণ করা হয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশ দূষণ।অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ। প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘জাগো বাংলাদেশ’। প্রথম পর্ব দর্শক দেখতে পারেন ১৭ মার্চ।