চকবাজার ট্র্যাজেডি, ওয়াহেদ ম্যানশনের মালিকের দু’ছেলে ৭ দিনের রিমান্ডে
ই-বার্তা।। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় আগুন লাগে। এতে ৭১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন।