কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে ৮ ঘণ্টার প্রচেষ্টায়
ই-বার্তা ডেস্ক।। ফায়ার সার্ভিসের দীর্ঘ ৮ ঘণ্টার টানা প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুণ। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয় এমনটি নিশ্চিত করেন কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ।
তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে প্রথমে তিনটি ইউনিট ছুটে যায়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে কুমিল্লা ফায়ার সার্ভিস এবং আশপাশ থেকে অন্যান্য ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে কিছুটা পানির সংকট দেখা দিলে বিশেষ ব্যবস্থায় বিকল্প উপায়ে পানি সংগ্রহ করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পুরো কারখানাটির সম্পন্ন পুড়ে গেছে। আগুণ নিয়ন্ত্রণে মোট ১১টি ইউনিট কাজ করেছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,পুলিশ সুপার মো.সৈয়দ নুরুল ইসলাম সহ পুলিশ,র্যাব ও কুমিল্লা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনাস্থলে উপস্থিত কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, প্রাণহানির কোন আশংকা আমরা করছি না। তবে আর্থিকভাবে ফ্যাক্টরির অনেক ক্ষতি হয়েছে।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ