গুতেরেসের লিবিয়া যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান
ই-বার্তা ডেস্ক।। সোমবার ত্রিপোলির কাছে চালানো সামরিক অভিযানের কঠোর নিন্দা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লিবিয়া যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস পরিস্থিতি শান্ত করতে এবং সর্বাত্মক সংঘাত এড়াতে সকল সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানান।
রাজধানী ত্রিপোলির পূর্বে মিতিগা বিমানবন্দরে কমান্ডার খলিফা হাফতারের বাহিনী বিমান হামলা চালানোর পর এ আহ্বান জানানো হলো।
উল্লেখ্য, খবরে বলা হয়, বিমান হামলার কারণে ত্রিপোলির একমাত্র সচল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় এবং রাজধানী চারদিকে তুমুল লড়াই চলায় হাজার হাজার লোক পালিয়ে গেছে।