চ্যাম্পিয়নস লিগে সেমির পথে লিভারপুল
ই-বার্তা ডেস্ক।। চ্যাম্পিয়নস লিগে পোর্তোর সাথে রবার্তো ফিরমিনোর নৈপূণ্যে শতভাগ সফলতা ধরে রাখলো লিভারপুল। এর আগের ছয় দেখায় একটিতেও হারেনি অলরেডরা। পর্তুগিজ ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ইয়ার্গন ক্লপের দল।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। পঞ্চম মিনিটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন নাবি কেইতা। গোল করতে সহযোগিতা করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান রিক্রুট ফিরমিনো।
এগিয়ে গিয়ে মুহুর্মুহু আক্রমণে পোর্তোকে ব্যতিব্যস্ত রাখে ইপিএলের জায়ান্টরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো নিজেই। দারুন এক প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।
এর পরে আক্রমণের গতি সচল রেখে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে লিভারপুল। কিন্তু আর গোলমুখ খুলতে পারেনি তারা। বাকি সময়ে কয়েকবার সুযোগ পেয়েছে পোর্তোও। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারাও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
আগামী ১৭ এপ্রিল ফিরতি লেগে পোর্তোর ঘরে খেলতে যাবে লিভারপুল। সেরা চারে উঠতে হলে পোর্তোকে জিততে হবে তিন গোলের ব্যবধানে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু