রাখাইনে বিদ্রোহীদের হামলায় ২০ সেনাসদস্য নিহত
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মিয়ানমারের রাখাইনপ্রদেশে আরাকান আর্মির বিদ্রোহীদের হামলায় অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর দুটি আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
হামলার বিষয়ে আরাকান আর্মির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিও তুন অং বলেন, মঙ্গলবার রাতে বিদ্রোহীরা সেনাসদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
নিও তুন অং বলেন, লে নাইয়িন তং সেনাঘাঁটির কাছে আরাকান আর্মির সদস্য সেনাবাহিনীর সাতটি স্পিডবোট জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সাতটি অ্যাসল্ট রাইফেল ও এমজি-৪২ মেশিন গান ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।
মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ্য মিন তুন রাখাইনে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্যের প্রাণহানির কথা স্বীকার করেছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে ব্যাপারে কথা বলেননি তিনি।
এর আগে রাখাইনের বুথিডংয়ে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ পুরো একটি স্কোয়াডের সবাইকে হত্যা করে আরাকান আর্মি বিদ্রোহীরা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু