ভারতের রাস্তা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে মাইকেল ভন
ই-বার্তা ডেস্ক।। মাইকেল ভন ভারতের রাস্তা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন । তাকে যে যার মতো করে ধুয়ে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। টুইটবার্তায় ভন লেখেন, ভারতে ঘুরতে আমার খুব ভালো লাগে। সকাল থেকেই রাস্তার মাঝখানে হাতি, গরু, উট, ভেড়া, ছাগল, শূকর দেখতে পাই।
এক সমর্থক লেখেন, বিশ্বকাপ আসছে। এর পর অ্যাশেজ। এবার ইংল্যান্ড দল গঠনে মন দেন। অস্ট্রেলিয়া ঠিক সময়ে ফর্মে ফিরেছে। সাবধান!
আরেক সমর্থক লেখেন, বুঝতেই পারছি, ইংল্যান্ডে শুধু শূকর দেখতে পান। বৈচিত্র্য তো ভালো, তাই না!
সাবেক ইংলিশ অধিনায়কের এমন টুইটের পর স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়ায়। অনেকে এমন মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলেন। তবে ভুল স্বীকার করেননি। ফলে পাল্টা হজম করতে হয়।
ই-বার্তা/ মাহারুশ হাসান