দ্রুত উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার (৯ এপ্রিল) আইএমএফ এর ঘোষিত সূচক অনুযায়ী দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে ব্যবসায়ী-উদ্যোক্তারা বলছেন, এসব অর্জনকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে ব্যাংকসহ আর্থিক খাতকে চাঙ্গা করতে হবে। আর অর্থনীতিবিদের পরামর্শ, নতুন নতুন রফতানিপণ্য ও বাজার ধরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ বাড়াতে হবে।
২০১৫ সালের জুলাই মাসে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উঠে আসা বাংলাদেশকে গেল বছর মার্চে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দেয় জাতিসংঘ। আর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রতিবেদনে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত আর ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রুয়ান্ডা।
অর্থনীতিবিদদের পরামর্শ, অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনোযোগ দিতে হবে রফতানি বাজারে অংশগ্রহণ বাড়ানোর দিকে। এক অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, আগের থেকে প্রবৃদ্ধি বাড়ছে, আরও বাড়বে। রফতানি বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু