বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পহেলা বৈশাখ কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি না থাকলেও বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারা দেশে গোয়েন্দা বাহিনীর নজরদারি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার সকাল থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করবে সারা দেশের মানুষ। এটি এখন বাঙালির সর্বজনীন উৎসব। ঢাকাসহ সারা দেশের যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজিত হবে, সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই সব স্থানের নিরাপত্তায় আর্চওয়ে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিয়োজিত থাকবেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল এলাকাসহ ঢাকা শহর এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন বলেও জানান তিনি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম