চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে মাঠে নামছে ম্যানইউ-বার্সা
ই-বার্তা ডেস্ক।। ওল্ড ট্রাফোর্ডে আত্মঘাতী গোলে পরাজয়ের পর ক্যাম্প ন্যূয়ে জয়ে ফিরতে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার ঘরের মাঠে খেলতে নামার আগে তাই দলে ডাকা হয়েছে ন্যূ-ক্যাম্পের সাবেক ঘরের ছেলে সানচেজকে।
এদিকে এক ম্যাচের বিশ্রাম শেষে দলে ফিরেছেন বার্সেলোনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে গত তিন মৌসুম ধরে কোয়ার্টারে বাদ যাওয়ার প্রবণতা ন্যূ ক্যাম্প থেকেই কাটাতে প্রতিজ্ঞাবদ্ধ ভালভার্দে শিষ্যরা। ঘরের মাঠে ইউরোপে টানা ৩০ ম্যাচ অপরাজিত বার্সা। এর মধ্যে ২৭টি ম্যাচেই জয় তুলে নিয়েছে।
বার্সেলোনা ন্যূ ক্যাম্পে সবশেষ হেরেছিল ২০১৩ সালে বায়ার্নের বিপক্ষে। গত ৩০ ম্যাচে বার্সেলোনার প্রাপ্ত গোল সংখ্যা ৯৩টি। পক্ষান্তরে হজম করেছে মাত্র ১৫টি গোল। কিন্তু কোয়ার্টারে গত তিন মৌসুম ধরেই জিততে ভুলে গেছে বার্সেলোনা। শেষ পাঁচটি চ্যাম্পিয়নস লিগে মাত্র একবারই শিরোপা জিতেছে বার্সেলোনা।
প্রথম লেগে নাকে ব্যাথা পাওয়ায় লা লিগার শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। তবে এই ম্যাচে সবার দৃষ্টি থাকবে মেসির দিকে। কারণ গত ৬ বছর ধরে কোয়ার্টার ফাইনালে গোল পাচ্ছেন না মেসি। তাই সবাই চাইবে বার্সেলোনার নিজের মাঠে মেসি সেই গোল খরা কাটাক।
নিজের মাঠ বলে বার্সা যতই সুবিধাজনক অবস্থানে থাকুক না কেনো আত্মবিশ্বাসে কিন্তু ঘাটতি পড়ছে না ম্যানইউর। কারণ তারা শেষ ষোলোর দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। তাই আজও তারা চাইবে তেমন কিছুই করতে।
রেড ডেভিল কোচ সুলশার বলেন, আমরা এক গোলে পিছিয়ে আছি, তবে পিএসজির বিপক্ষে এই দলটা যা করেছে সেটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এ বছর আমরা বেশকিছু বড় দলকে তাদের মাঠে হারিয়েছি। ন্যূ ক্যাম্পে অসাধারণ এক স্মৃতি আছে সুলশারের।
দলের সেরা তারকা পল পগবাও কোচের মতোই আত্মবিশ্বাসী ন্যু ক্যাম্পে ফিরে আসার ব্যাপারে। পগবা বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল দারুণ। আমাদের আসলে উপভোগ করতে হবে। সেরাটা দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে, এ কারণেই আমরা ফুটবল খেলি।’
অবশ্য বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগান জানিয়েছে, ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলবে তার দল।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু