মুসলিমদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন সিধু
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় বাক-যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিজেপি প্রধানের মুসলিম বিদ্বেষী কথার জবাবে এবার মুখ খুললেন সব সময়ই বিতর্কিত কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু।
ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানিয়ে সিধু বলেছেন, মুসলিমরা একজোট হলে বিজেপি পালিয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনটাই বলেছেন তিনি।
বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, ‘সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপিকে বিদায় ঘণ্টা বেজে যাবে। তারা দেশ ছেড়েই পালাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।’
তিনি বলেন, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না।
এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করে বসেন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু