গাজীপুরে অটো- কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
ই- বার্তা ডেস্ক।। গাজীপুরে অটো- কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে পূবাইল থানা জিএমপির টঙ্গী-পূবাইল সড়কের মাজুখানে সেলিম কার্গো সার্ভিসের কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-১৩-৫১৪৭) সঙ্গে ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পূবাইল থানা পুলিশ।
নিহত কোয়েল হোসেন মিন্টু (৪০) টঙ্গী মিরাশপাড়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। গুরুতর আহত লিটন হোসেনের বুকের বাম পাশের পাজরের হার ভেঙে গেছে। তিনি বর্তমানে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, ব্যাটারি চালিত অটো করে টঙ্গী মিরাশপাড়া এলাকার একই পরিবারের ৪ জন পূবাইল থানার ইছালি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বুধবার বিকালে। মাজুখান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেলিম কার্গো সার্ভিসের কাভারভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসের চেষ্টা চলায় থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। প্রাণে বেঁচে যাওয়া অটো চালক ভয়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম