নিলামের টাকা দিতে না পারায় তুলে নিলো স্ত্রীকে, স্বামীর আত্মহত্যা
এ ঘটনা মেনে নিতে পারেননি মুকেশ। পরে রাগ, ক্ষোভ ও হতাশায় আত্মহত্যা করেন তিনি।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতের সুরুরপুর গ্রামে।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি বাগপতে বেআইনিভাবে নিলামে তোলা হয় এক নারীকে। ২২ হাজার টাকার বিনিময়ে মেয়েটিকে বিক্রি করে দেয়ার চেষ্টা চালায় এক অসাধু ব্যক্তি। সেই দর কষাকষিতে অংশ নিয়ে ওই নারীকে বিয়ে করেন সুরুরপুরের বাসিন্দা মুকেশ।
কিন্তু বিয়ের সময় কোনোভাবেই তিনি ২২ হাজার টাকা দিতে পারেননি। ১৫ হাজার টাকার বিনিময়ে ওই নারীকে বিয়ে করেন মুকেশ। বিয়ের কিছু দিনের মধ্যে বাকি টাকাও পরিশোধ করার কথা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে না পারায় তার স্ত্রীকে তুলে নিয়ে যায় নিলামকারীরা। এর পরই আত্মহত্যার পথ বেছে নেন মুকেশ।
ই-বার্তা/ডেস্ক