কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ই-বার্তা ডেস্ক।। বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দিল মোহাম্মদ ওরফে দিলু নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
দিলু উপজেলার গোদার বিলের মৃত মকবুল আহমদ ওরফে পুতুর ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, বুধবার ভোরে টেকনাফ থানা পুলিশের একটি দল আটক ইয়াবা কারবারী ও হত্যাসহ একাধিক মামলার আসামি দিলুকে নিয়ে মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচাঁরী জোন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায়। এ সময় দিলুকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই বাবুল, এএসআই সজীব দত্ত এবং কনস্টেবল ইব্রাহীম আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলিবর্ষণ করে। সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দিলুকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় তৈরি বন্দুক, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু