চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছেছে যুদ্ধজাহাজ সংগ্রাম ও প্রত্যাশা
ই-বার্তা ডেস্ক।। চীনে তৈরিকৃত বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ ও ‘বানৌজা প্রত্যাশা’ শনিবার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আবু আশরাফ জাহাজ দুটিকে স্বাগত জানান।
যুদ্ধ জাহাজের আগমন উপলক্ষে নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
জাহাজ ‘বানৌজা সংগ্রাম ও বানৌজা প্রত্যাশা’র’ প্রতিটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। শত্রুর বিমান, জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম জাহাজ দুটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি র্যাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।
জাহাজ দুটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিংসহ অন্যান্য সুবিধা রয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু