পাঁচ বছরে মোদী শুধু বিদেশ ঘুরে বেরিয়েছেন বললেন মমতা
ই-বার্তা।। আবারও নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে এক জনসভায় বিজেপি এবং মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।
অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী শুধু বিদেশ ঘুরে বেরিয়েছেন বলেও অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, ‘‘অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন চাওয়ালা। পাঁচ বছর ধরে বিদেশ ঘুরে এখন চৌকিদার হয়েছেন।’’
বাংলার মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিকে সমর্থন করবেন না বলেও এদিন জানান মমতা। তিনি বলেন, ‘‘বাংলা ভাল আছে, তাই হিংসায় মরে যাচ্ছিল। এখন এ দিকে নজর পড়েছে ওদের। তাই বাংলায় এসে উস্কানি দিচ্ছেন মোদী। এনআরসি করবেন বলছেন। করে দেখান উনি।’’