চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ ও বীর রেজিমেন্টের চারটি ইউনিটকে গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসের ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারি প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।
এবারে গোলন্দাজ ও বীর রেজিমেন্টের চারটি ইউনিট রেজিমেন্টাল কালার অর্জনের মর্যাদা লাভ করে। ইউনিট চারটি শুরুতে কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং পরে সেনাপ্রধানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালারপ্রাপ্ত ইউনিটগুলোর উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে সকল সেনাসদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর এ যাবত্ অর্জিত সম্মান রক্ষায় বাহিনীর সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’
রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধানগণ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমূহের অবসরপ্রাপ্ত ও চাকরিরত ও প্রাক্তন অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু