গাজী গ্রুপের সামনে ২৭৯ রানের টার্গেট রাখলো আবাহনী
ই-বার্তা।। মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপকে ২৭৯ রানের টার্গেট দিল আবাহনী লিমেটেড।
এইদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে আবাহনী। ব্যাটিংয়ের শুরুতেই ১৭ রানে ২ উইকেট পড়লে চাপে পড়ে যায় আবাহনী।
পরে দলের হাল ধরেন ভারতীয় ব্যাটম্যান হনুমান বিহারি। এরপর হনুমান বিহারী ও মোহাম্মদ মিথুনের ১৩৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আবাহনী। বিহারী ১২৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০৯ রানের দারুণ ইনিংস খেলেন। তার পাশাপাশি ৬১ বলে অপরাজিত ৭২ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। শেষের দিকে মোসাদ্দেকের ৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে গাজী গ্রুপকে ২৭৯ রানের টার্গেট দেয় আবাহনী। গাজী গ্রুপের পক্ষে ২ টি করে উইকেট নেন মেহেদী হাসান ও আবু হায়দার রনি।