রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
ই-বার্তা ডেস্ক।। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার আলাদীপুর রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী নিহত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। হতাহতদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু