পবিত্র রমজানে তিন হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত
ই- বার্তা ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান উপলক্ষে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে । প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কারাগারে ভালো আচরণের পুরস্কার হিসেবে দেশটির বিভিন্ন কারাগারে থাকা এ বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন । বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এ ৩০০৫ জন বন্দি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
দেশটির সরকার জানিয়েছে, পবিত্র রমজানকে সামনে রেখে ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিরা এখন থেকে নতুনভাবে জীবনযাপন করবে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সিটির শাসকরাও তাদের কারাগারে আটক বন্দিদের মুক্তি দিয়েছেন। শারজাহর শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিম ৩৭৭ জন কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছেন। রাস আল খাইমার শাসকও ৩০৬ সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে মুক্তির ঘোষণা দিয়েছেন।
এ ছাড়াও উম্মুল কোয়াইনের শাসক শেখ সোয়াদ বিন আল মুয়াল্লাও অনেক কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম