ফরিদপুরে ইজিবাইকের ধাক্কায় যুবলীগ নেতা নিহত
ই- বার্তা ডেস্ক।। ফরিদপুরে ইজিবাইকের ধাক্কায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের গোলপুকুর ড্রিমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম কৌশিক দাস (৪৮)। তিনি শহরের গোয়ালচামট খোদাবক্স রোড মহল্লার কালাচান দাসের ছেলে। তিনি ফরিদপুর জেলা যুবলীগ ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছিলেন।
এই বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, শহরের গোলপুকুর ড্রিমের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক যুবলীগ নেতা কৌশিক দাসকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় কৌশিক পড়ে গেলে মাথায় রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম