‘কৃষক ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে’
ই- বার্তা ডেস্ক।। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন , ‘ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক তার ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।’
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, ‘বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ, ছাত্র, যুব, নারী কেউ নিরাপদ নয়। কারোর পক্ষেই স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হচ্ছে না। গত এক শতাব্দীতে লক্ষ করবেন কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এ রকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে।’
কৃষক দলের আহ্বায়ক বলেন, ‘বর্তমান কৃষি মন্ত্রীর বাড়ি টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে। কৃষিমন্ত্রী কিছু করেন নাই।’
সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘বর্তমান সরকার দেশে লুটপাট করবে, শেয়ার বাজার ও ব্যাংক লুটপাট করবে; কৃষকরা তার ধানের ন্যায্যমূল্য পাবে না। উপকরণ কিনতে গেলে তিনগুণ দাম দিয়ে কিনতে হবে। এভাবে তো চলতে পারে না। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিবে ১০ টাকা সের চাল খাওয়াবে, এখন বাস্তবে আমরা কী দেখছি? শিক্ষিত যুবকরা বেকার হয়ে আছে, কৃষকের ন্যায্যমূল্য পাচ্ছে না, ১০ টাকা সের চাল ৬০ থেকে ৭০ টাকায় কিনে খেতে হচ্ছে।’
শামসুজ্জামান দুদু মানবন্ধনে কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশের ইউনিয়ন পর্যায়ে হাট, উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উক্তকর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১,২২,২৩,২৪ মে সারা দেশের সব ইউনিয়ন হাটে ঘাটে মাঠে প্রতিবাদ সমাবেশ, আগামী ২৫ মে শনিবার সকল উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং ২৬ মে রোববার সারা দেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক বরাবর কৃষকদের ধানের ন্যায্যমূল্য দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম