‘গণতন্ত্রের জন্য মায়াকান্নাকারী বিএনপিই দেশের গণতন্ত্রের হত্যাকারী’
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু মন্তব্য করেছেন যে, গণতন্ত্রের জন্য মায়াকান্নাকারী বিএনপিই দেশের গণতন্ত্রের হত্যাকারী বলে ।
আজ রোববার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সুফিয়া কামাল হলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র জিয়াউর রহমান শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
আমু বলেন, পচাত্তুর পরবর্তী দুর্যোগ-দুর্বিপাক এবং দুঃসময় রাজনীতির মোকাবেলা করে বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনার; তার নেতৃত্বেই অর্জিত হয়েছে। বাংলাদেশের এই অর্জন ন্যস্ত করার ষড়যন্ত্র এখনো চলছে।সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ।
জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন ও বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক এই সেমিনারের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও অনুষ্ঠানে সঞ্চালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম