বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় মুখে কসটেপ লাগিয়ে জুনায়েদের প্রতিবাদ
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন পেসার জুনায়েদ খান। দল থেকে বাদ পড়ার পর মুখে কসটেপ লাগিয়ে টুইটারে নীরব প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বল হাতে ব্যর্থতার কারণে জুনায়েদকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় পেসার জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। সত্য কথা বলা ঝুঁকিপূর্ণ।
টুইটবার্তায় জুনায়েদ লিখেছেন, আমি কিছু বলতে চাই না। সত্য সদা তিক্ত।
জুনায়েদ খানের বদলি হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে নেয়া হয়েছে আরেক পেসার মোহাম্মদ আমিরকে। ইংল্যান্ডে তার রেকর্ড ভালো হওয়ায় সুযোগ দেয়া হয়েছে তাকে। এ ছাড়া তার অভিজ্ঞতা, পুরনো বলের সঠিক ব্যবহার ও রিভার্স সুইং করার সক্ষমতা বিবেচনায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমিরের সঙ্গে পাকিস্তানের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলী। তাদের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন ওপেনার আবিদ আলী ও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু