বিশ্বকাপে উপস্থাপনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পিয়া
ই-বার্তা ডেস্ক।। এবারের বিশ্বকাপে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির হয়ে মাঠ থেকে সরাসরি উপস্থাপনা করবেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মাঠে খেলার নানা বিশ্লেষণ তুলে ধরবেন তিনি।
এ বিষয়ে পিয়া বলেন, ‘আমার জন্য এটি অনেক বড় পাওয়া। ক্রিকেট আমাদের খুবই ভালোবাসার একটা জায়গা। বিশ্বকাপের মত প্লাটফর্মে গিয়ে উপস্থাপনা করা তাও বাংলাদেশ থেকে প্রথম… ভালো লাগছে।’
আর এই ব্যাপারটিকে পিয়া বড় অর্জনের পাশাপাশি দেখছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে। পিয়া বলেন, ‘ক্রিকেট তো প্রথম থেকেই দেখতাম। ভক্তও ছিলাম। উপস্থাপনায় আসার পর অনেক বেশি স্টাডি করতে হয়, অনেক জানার আছে। ফারুক ভাই (সাবেক অধিনায়ক) বলতেন- পিয়া তুমি নিজের মত করে বলে যেয়ো, বেশি চাপ নিও না, যতই স্টাডি করো অন্যরা যতটা জানে তুমি সেটা জানতে হলে বাকি সবকিছু বাদ দিতে হবে।’
তিনি বলেন, ‘যারা আমাকে পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ। যারা আমাকে পছন্দ করেন না তারাও যেন পছন্দ করেন সেভাবে কাজ করে যাব।’
উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে পিয়া বলেন, ‘প্রত্যেকটা দলের স্কোয়াডে যারা আছে, এমনকি স্কোয়াডের বাইরেও যারা তাদের নাম জানা। যারা লিজেন্ড বাঁ ইতিহাস তৈরি করেছেন তাদের নামও জানতে হয়। গত বিপিএলে ৩ জন বিদেশি ও ১ জন লোকাল খেলোয়াড়কে মুখ ফসকে ৪ জন বিদেশি খেলোয়াড় বলে ফেলেছিলাম।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু