ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ৩ জন
ই- বার্তা ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়ৈর এলাকার শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মৃনাল উদ্দিন (৪০)।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে দুইজন মারা যান। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম