কৃষকদের মুখে হাসি ফোটাতে ধানক্ষেতে ছাত্রলীগ নেতাকর্মীরা
ই- বার্তা ডেস্ক।। দিনাজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের মুখে হাসি ফোটাতে ধান কাটা ও মাড়াইয়ে মাঠে নেমেছেন।
আজ সোমবার সকালে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের নহনা গ্রামে জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটা শুরু করেন।
এই বিষয়ে নহনা গ্রামের কৃষক আতামুদ্দিন, নজরুল ও বাদশা মিয়া জানান, তারা তিনজনে মিলে ৬ বিঘা জমি আবাদ করেছেন। প্রতি বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে সাড়ে ৫ হাজার টাকা প্রয়োজন। ৬ বিঘায় ৩৩ হাজার টাকা লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় তাদের ৩৩ হাজার টাকা বেঁচে গেল। ফলে বাজারে ধানের যে দাম তাতে এখন তাদের লোকসান গুনতে হবে না।
তারা আরও জানান, এক বিঘা জমি চাষাবাদ করতে খরচ পড়ে ৩২ থেকে ৩৫ হাজার টাকা। বাজারে ধানের মূল্য নেই। ছাত্রলীগের এ উদ্যোগের কারণে কিছুটা হলেও তাদের লোকসান লাঘব হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক আতিকুল আতিক, শামীম রেজা, শহর ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান সিঙ্গেল, ছাত্রলীগ নেতা অসাদুজ্জামান আসাদ, জিয়া, সিয়াব, সাব্বির, শুভ প্রমুখ ধান কাটায় অংশ নেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম