গান্ধী-বাজপেয়ির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মোদি

ই-বার্তা ডেস্ক।।  টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে মহাত্মা গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নরেন্দ্র মোদি।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শপথ নেবেন মোদি।  এর আগে সকালে তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

সন্ধ্যা ৭টায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ পাঠ করাবেন।  তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভাও শপথ নেবে। 

এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ অনুষ্ঠানে প্রথমে যোগ দেয়ার সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করেছেন।  মমতা যোগ না দিলেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যোগ দিচ্ছেন।

এ শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ দিচ্ছেন। মোদির প্রথমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল।  কিন্তু এবার বিমসটেক সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তানকে এড়াতে ‘বিমসটেক’ সদস্যভুক্ত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়।  কারণ পাকিস্তান বিমসটেকের সদস্য নয়।

জানা গেছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে আসছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু