‘পুলিশের দরজা খোলা, নির্ভয়ে আসুন’
ই- বার্তা ডেস্ক।। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষের কষ্ট দূর করার জন্য যেখানে যে উদ্যোগ গ্রহণ করার দরকার সে উদ্যোগ আমরা গ্রহণ করছি। আমাদের দরজা সবসময় খোলা থাকে। আমরা মনে করি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মাঝে স্বস্তি রয়েছে। আমরা বলব পুলিশের কাছে নির্ভয়ে আসবেন।
আজ শনিবার দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের স্বল্পতার কারণে নিজ উদ্যোগে বিভিন্ন থানার মোড়ে মোড়ে কমিউনিটি পুলিশ কাজ করছে। আমরা চাই নারায়ণগঞ্জ সুন্দর শহর হবে। যানজটমুক্ত শহর হবে, রাস্তার মধ্যে কোনো ফুটপাথ থাকবে না।
পুলিশ সুপার বলেন, চাষাঢ়ার মোড়ে প্রতিনিয়ত ছিনতাই হত। আমরা প্রায় ৩০ জনের মতো ছিনতাইকারী গ্রেফতার করেছি। যারা চাঁদাবাজ যারা রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলতেন তাদেরকে গ্রেফতার করেছি। প্রতিদিন পুলিশ সুপারের কার্যালয়ে সাধারণ মানুষের ভিড় জমে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নুরে আলম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর থানা ওসি কামরুল ইসলাম, ফতুল্লা থানা ওসি আসলাম হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা ওসি শাহীন পারভেজসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম